‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ৪৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের বুটেক্স শাখার উদ্যোগে ২৬০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, রেজিস্ট্রার কাবেরী মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ডাইস ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক, বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। প্রত্যেকেরই নিজের রক্ত গ্রুপ জেনে রাখা উচিত। বাঁধনের এই কাজকে বাহবা দেয়া উচিত এবং আশা রাখি ভবিষ্যতেও বাঁধনের উদ্যোগে এমন কার্যক্রম চলমান থাকবে যাতে সাধারণ শিক্ষার্থী ও সবার উপকার হয়’।
সংগঠনটির সভাপতি ইমন কুমার সাহা বলেন, ‘বাঁধন (বুটেক্স ইউনিট) হলো রক্তদাতাদের সামাজিক সংগঠন। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা এবং এর আশেপাশের জেলা গুলোতে রোগীদের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকি। প্রতিবছর বাঁধন অনেক সামাজিক কাজ করে থাকে।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফাহাদ ইমন জানান, ‘বাঁধননের (বুটেক্স ইউনিট) আজকের এই আয়োজনটি সত্যিই প্রশংসার দাবিদার। এতো সুন্দর একটি কাজে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানায়।