ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর আগামী বুধবার থেকে টানা ছয়দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল (বুধবার) থেকে ২৪ এপ্রিল (সোমবার) পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে যথারীতি চালু হবে।
তবে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার স্যার্নাল দৈনিক শিক্ষাডটকমকে জানান, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড অব্যহত থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফ দৈনিক শিক্ষাডটকমকে জানান, হিলি স্থলবন্দর ছুটি থাকলেও উভয়দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।