বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার সব মাদরাসার বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার রাতে আদেশটি প্রকাশ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বেসরকারি মাদরাসাগুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম আগামী ৯ ও ১০ আগস্ট বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতের সৃষ্ট জলাবদ্ধতার কারণে মঙ্গলবার এ নগরের মাদরাসাগুলো বন্ধ ছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।