বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। আগামী ৩ নভেম্বর (রোববার) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, আগামী ৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার পর ভর্তি পরীক্ষার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, গতবারের মত এবারো দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।