দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রলীগের চলমান আন্দোলনকে ‘বুয়েটের দুর্ভাগ্য’ বলে মন্তব্য করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত।
রোববার (৩১ মার্চ) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইনুন নিশাত বলেন, ‘ছাত্রলীগ মানেই তো সরকার। যখন সরকারি দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জড়িত হন, তার মানে পুরো দলই জড়িত হয়ে গেছে।
এটা বুয়েটের দুর্ভাগ্য। একটা প্রতিষ্ঠান, যেখানে মোটামুটি ভালো পড়াশোনা হচ্ছিল। আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
বুয়েটে ছাত্ররাজনীতি থাকা না-থাকার বিষয়ে বলতে গিয়ে প্রতিষ্ঠানটিকে আর দশটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলাতে চান না বুয়েটের সাবেক এই শিক্ষক ও শিক্ষার্থী। তিনি বলেন, ‘এখনকার বুয়েটের অবস্থা তো বলতে পারব না। শিক্ষকদের মনোভাবটাও বলতে পারব না, শিক্ষার্থীদের মনোভাবও বলতে পারব না। যতটুকু জানি, বুঝি—প্রতিষ্ঠানটা বদলায়নি। এখানে সবাই পড়াশোনা করতেই আসে। পড়ার চাপও থাকে বেশি। কাজেই এটাকে অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলানো যাবে না। এর মধ্যে শিক্ষার্থীদের একটা অংশ থাকে, যারা পড়াশোনার ব্যাপারে উৎসাহী না। সংখ্যাগরিষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মত অনুযায়ী চলা উচিত।’