নির্ধারিত সময় শেষ হওয়ার তিন দিন পরও বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেনি দেশের তিনটি শিক্ষা বোর্ড। গত ২৯ ডিসেম্বর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা ছিলো। কিন্তু সোমবার রাত নয়টা পর্যন্ত বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেনি দিনাজপুর, যশোর ও কুমিল্লা বোর্ড। এসব বোর্ড থেকে ভালো ফল করে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা তাই অপেক্ষায় আছেন। যদিও বোর্ডগুলোর কর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বলেছেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
গত ২৯ ডিসেম্বর এসএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে বোর্ডগুলোকে বলেছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত দিনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বোর্ড বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে।
এর পর গত ১ জানুয়ারি (রোববার) বরিশাল বোর্ড বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে। আর সোমবার (২ জানুয়ারি) রাতে রাজশাহী শিক্ষা বোর্ডও বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। কিন্তু যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড সোমবার রাত নয়টা পর্যন্ত বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতে পারেনি।
জানতে চাইলে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম সোমবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেবো। শিগগিরই তালিকা পাওয়া যাবে বলে আশা করছি।
জানতে চাইলে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের সোমবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৃত্তির তালিকা তৈরির কাজ চলছে বলে আমি জানি। শিগগিরই তালিকা প্রকাশ করা হবে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশের বিষয়ে জানতে সোমবার রাতে যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার অফিসিয়াল মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। ২০২২ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি সুবিধা পাবেন।
জানা গেছে, ইতোমধ্যে ঢাকা বোর্ডের ৬ হাজার ৪৫৮ শিক্ষার্থী, ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৮১০ শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডের ২ হাজার ২৬৮ শিক্ষার্থী, সিলেট বোর্ডের ১ হাজার ৫৮৫ শিক্ষার্থী, বরিশাল বোর্ডের ১ হাজার ৪৪০ শিক্ষার্থী ও রাজশাহী বোর্ডের ৩ হাজার ২৪৩ শিক্ষার্থীকে এসএসসির ফলের ভিত্তিতে বৃত্তি দেয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। যশোর বোর্ডের ২ হাজার ৯৭৯ জন, কুমিল্লা বোর্ডের ৩ হাজার ৭৬ জন এবং দিনাজপুর বোর্ডের ২ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে এসএসসির ফলের ভিত্তিতে বৃত্তি দেয়ার জন্য নির্বাচিত করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।