একটানা বৃষ্টিতে বেহাল অবস্থায় পড়েছে ভারতের মুম্বাই। ইতোমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টিতে কর্নাটকের দুই জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া কেরালা এবং গোয়ায় সব স্কুল বৃষ্টির কারণে ছুটি দেয়া হয়েছে।
মুম্বাইয়ে সহসাই বৃষ্টি কমার আভাসও নেই। আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে শহরের কিছু অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্রের একটি জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা।
মুম্বাইয়ের রাস্তায় পানি জমে তৈরি হয় তীব্র যানজট। বৃহস্পতিবার সকালে সিয়ন এলাকায় সরকারি বাস চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ট্রেন পরিষেবাও ব্যহত হয়েছে। এরআগে বুধবার কর্নাটকের দক্ষিণ কন্নড় এবং উদুপি জেলায় দুজনের মৃত্যু হয়েছে। রাজ্যে উপকূলবর্তী তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাও। বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় বৃষ্টির জেরে একটি কারখানার ছাদ ধসে মৃত্যু হয়েছে এক জনের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।