সাতক্ষীরায় বৃষ্টির আশায় ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় একাডেমি মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।
মাওলানা আমির হাসান নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন।
নামাজে দুই শতাধিক মুসল্লি মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় দীর্ঘ দিন বৃষ্টি না থাকায় সাধারণ মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
রোদে পুড়ছে ফসলি ক্ষেত। তাপমাত্রা ইতোমধ্যে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।