ভবন সংকটের কারণে খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান কার্যক্রম চলছে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একদিকে রোদের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়, অন্যদিকে একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ হয়ে যায়। ফলে সুষ্ঠু পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬৭ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ৫ জন।
সহকারী শিক্ষক লিটন কুমার রায় বলেন, ‘বিদ্যালয়ের দুটি পুরনো ভবন আছে। গত বছর হঠাৎ করে একটির ছাদ ভেঙে পড়ে। এখনো পলেস্তারা খসে পড়ছে। তাই ওই ভবনে ক্লাস নেওয়া যাচ্ছে না। দুই মাস হচ্ছে আমরা গাছতলায় ক্লাস নিচ্ছি। দুই কক্ষের আরেকটি ভবন আছে। সেই ভবনেরর একটি কক্ষে অফিস এবং বাকি কক্ষেই কেবল ক্লাস নেওয়া যায়।
তৃতীয় শ্রেণির ছাত্রী আনিকা ও ছাত্র আরিয়ান জানায়, প্রচুর রোদ আসে। তাদের সমস্যা হয়। বাইরে থেকে টয়লেটের ময়লা দুর্গন্ধ আসে। আর বৃষ্টি হলে বই-ব্যাগ ভিজে যায়।
সহকারী শিক্ষক মো. সাহেব আলী বলেন, ‘অনেক সময় এক ক্লাসে দুই শ্রেণির ছাত্রছাত্রীদের বসতে দিতে হয়। এতে পাঠদান ব্যাহত হয়।’
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘গত বছর উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদনপত্র দিয়েছি। এ বছরও দিয়েছি। কিন্তু কোনো ভবন পাইনি। চার কক্ষের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উপায় না পেয়ে গাছতলায় পাঠদান করতে বাধ্য হচ্ছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।’