দৈনিক শিক্ষাডটকম, যশোর : চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, যশোর হয়ে চারটি ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর যশোর রেল উন্নয়ন সংগ্ৰাম কমিটি। এ সময় যশোর স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপিও দেয়া হয়। রোববার যশোর স্টেশনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ক্রীড়াবিদ কাউসার আলী, বিপ্লবী কমিউনিটি লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি ইলাহদাদ খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মাহবুবুর রহমান মজনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন, উদীচীর অ্যাড. আমিনুর রহমান হিরু, আন্দোলন কমিটির নেতা ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, আইডিইর জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ভোরের সাথীর সাধারণ0 সম্পাদক হারুন অর রশীদ যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, জয়তী সোসাইটির শহিদুল ইসলাম লাল্টু, নারী নেত্রী বিথিকা সরকার, সিনিয়র সিটিজেনদের পক্ষে আমিনুল ইসলাম শাহিন প্রমুখ। এ কর্মসূচি সঞ্চালনা করেন আন্দোলন কমিটির সদস্যসচিব রুহুল আমিন।
বক্তারা বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ চালু হওয়ায় বৃহত্তর যশোর, তথা যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার মানুষ আশা করেছিলেন এখন থেকে খুব অল্প সময়ে পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকায় যেতে পারবেন। কিন্তু রেল কর্তৃপক্ষের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে সে আশা ভঙ্গ হতে যাচ্ছে। কারণ, এখন থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহের কোটচাঁদপুর, কালিগঞ্জ বা যশোর শহরের স্টেশন হয়ে পদ্মা সেতু হয়ে কোনো ট্রেন চলবে না।
এমনকি এই স্টেশনগুলো হয়ে যমুনা সেতু দিয়ে যে ট্রেনগুলো চলাচল করতো সেগুলোও জুলাই থেকে বন্ধ হয়ে যাবে। বরং এখন থেকে খুলনা-যশোরের পদ্মবিলা স্টেশন হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় ট্রেন চলাচল করবে। কিন্তু পদ্মবিলা স্টেশন যশোর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে । ফলে, এতে এ এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে, যোগ করেন তারা।