টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে একটি বালুবাহী ট্রাক খালে পড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর থেকে টাঙ্গাইলের সঙ্গে দেলদুয়ারের যোগাযোগ সড়ক পথে বন্ধ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ভেঙে পড়া বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় ভেঙে ট্রাক খালে পড়ে যায়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা বলেন, রাতে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পরার ঘটনায় চারজন উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজন আহত হয়েছেন।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।