দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বেতন-ভাতা বাড়ানোসহ চার দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে এই আন্দোলনে নামেন তারা।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন জানান, সারাদেশের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসরা ঢাকায় এসেছেন। চার দফা দাবি আদায়ে বার্ন ইউনিটের সামনে থেকে সকাল ৯টায় আন্দোলন কর্মসূচিতে নামেন।
তাদের দাবিগুলো হলো:
• ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে।
• ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে।
• অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
• দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরতরা।
এদিকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনা করেন। তাদের চার দফা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে জানান। তিনি দুয়েকদিন সময় চান আন্দোলনকারীদের কাছে বিষয়টি সমাধান করার জন্য।