রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি ও তাঁর কয়েক সহযোগীর বিরুদ্ধে ক্যাফেটেরিয়ার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ক্যাফেটেরিয়া বন্ধ রাখায় শিক্ষার্থীরা খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন।
ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকা মুরাদ মাহবুব ক্যাফেটেরিয়ার পরিচালক বরাবর গতকাল বুধবার একটি লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি বেশ কয়েক সহযোগীসহ ক্যাফেটেরিয়ায় রান্নাঘরে জোর করে প্রবেশ করে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার ক্যাফেটেরিয়া বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবারও চালু করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রেজাউল হক বলেন, ‘প্রতিদিনই সকাল ১০টায় ক্লাসে যাওয়ার আগে নাশতা খাই। কিন্তু গতকাল বুধবার গিয়ে দেখি, ক্যাফেটেরিয়া বন্ধ। না খেয়ে টানা বেলা একটা পর্যন্ত ক্লাস করতে হয়েছে।’
চলতি বছরের ৩১ জুলাই মুরাদ মাহবুবের সঙ্গে ক্যাফেটেরিয়া চালুর চুক্তি সম্পাদিত হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ১৩ আগস্ট থেকে ক্যাফেটেরিয়ায় নতুন নতুন খাবার পরিবেশন করা হয়। এতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে আসছেন।
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ বলেন, কর্তৃপক্ষ উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে ক্যাফেটেরিয়া চালু করা হবে।
অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি বলেন, ক্যাফেটেরিয়ায় নিম্নমানের খাবার বিক্রি করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে কয়েক সাধারণ শিক্ষার্থীও ক্যাফেটেরিয়ায় খাবারের মান ভালো নয় বলে পৃথক পাল্টা অভিযোগ করেছেন। দুই পক্ষের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছেন। আশা করছেন, খুব শিগগির সমস্যার সমাধান হয়ে ক্যাফেটেরিয়া চালু হবে।