জেলা সদরে অবস্থিত বেলটিয়া কামিল মাদরাসায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (মাদরাসা) ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) মোতাবেক শূন্যপদে ১ জন ইবতেদায়ি প্রধান আবশ্যক বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড/ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে ফাজিল বা সমমান ডিগ্রী পাস হতে হবে । প্রার্থীকে ইবতেদায়ি মৌলভী পদে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ইবতেদায়ি প্রধান পদে নিবন্ধনধারিদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই, এক্ষেত্রে আবেদনের শেষ তারিখে | প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ বছরের মধ্যে হতে হবে । বেতন গ্রেড-১১। ১৫০০/- (অফেরতযোগ্য) ডিডি/পে-অর্ডারসহ সকল একাডেমিক সনদ, এনআইডি, চাকুরীর ধারাবাহিকতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ | অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ বিকেল ৫টার পর্যন্ত ।
যোগাযোগ:- অধ্যক্ষ, বেলটিয়া কামিল মাদ্রাসা, ডাকঘর-বেলটিয়া, উপজেলা ও জেলা-জামালপু।