শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি বিস্তারিত পিএইচডি নীতিমালা প্রণয়ন এবং সেমিস্টার পদ্ধতির বিষয়ে সুপারিশ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) কর্তৃক যৌথভাবে আয়োজিত 'উচ্চশিক্ষার সেরা অনুশীলন' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ব্যারিস্টার চৌধুরী এ আহ্বান জানান। শিক্ষা উপমন্ত্রী উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন বাংলাদেশের উচ্চশিক্ষার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর নীতিমালা ও র্যাংকিং পদ্ধতির প্রাসঙ্গিকতা মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ' রূপকল্প বাস্তবায়নে শিক্ষাবিদদের গুরুত্ব তুলে ধরেন।
এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম উচ্চশিক্ষার জন্য উন্নত পরিবেশ গড়ে তুলতে এনএসইউ'র চলমান প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব মূল প্রবন্ধ উপস্থাপন করে দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতে শিক্ষা খাতের সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগ জাতির আর্থ-সামাজিক উন্নয়নের প্রাথমিক অনুঘটক হিসেবে কাজ করে।
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক (ইমেরিটাস) ড. মো. রিজওয়ান খান, অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, অধ্যাপক এএসএম জহিরুল হক, অধ্যাপক ড. আব্দুর রব, অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির এবং অধ্যাপক ড. মো: মামুন হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য অনুষদের ডিন ড. সৈয়দ আখতার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বিএসপিইউএর সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোবহানী। এনএসইউ'র সহকারী অধ্যাপক ও বিএসপিইউএ'র সাধারণ সম্পাদক ড. খন্দকার মো. নাহিন মামুন ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিএসপিইউএ'র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।