দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে বছরে তিন সেমিস্টার সম্পন্ন করা হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুই সেমিস্টার চলছে, তাদের বাধ্যতামূলক তিন সেমিস্টারে আনতে গঠন করা হবে কারিগরি কমিটি।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশ (এপিইউবি)-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে এপিইউবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় রোববার (৩০ জুলাই) রাতে সমিতির এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে বছরে বাধ্যতামূলক তিনটি সেমিস্টার পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পরিচালিত হচ্ছে, সেসব বিশ্ববিদ্যালয়ে তিন সেমিস্টার পরিচালানার বিষয়ে সমাধানে আসতে কারিগরি কমিটি গঠন করা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের সহ-সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক শফিক সিদ্দীক, যুগ্ম মহাসচিব ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কে বি এম মঈন উদ্দিন চিশতী, কার্যকরী সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এছাড়া সভায় নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউল্যাব, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।
সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, দুই সেমিস্টার বা তিন সেমিস্টার কোনটি চালাতে চান- এ বিষয়ে সবাইকে একমত হতে হবে। সবাই তিন সেমিস্টার চালানোর পক্ষে মতামত দেন। পরে সর্বসম্মতভাবে বছরে তিন সেমিস্টার চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।