বেসরকারি মেডিক্যালে ভর্তির সময় বৃদ্ধি - দৈনিকশিক্ষা

বেসরকারি মেডিক্যালে ভর্তির সময় বৃদ্ধি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তিতে নিশ্চায়নের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

দেশের চিকিৎসা শিক্ষার তদারক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তির জন্য আগামী ২৬ জুলাই পর্যন্ত সময় পাবেন শিক্ষার্থীরা। এর আগে অধিদপ্তরের গতকালের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষার্থীদের ২২ তারিখের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

এর মধ্যে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় প্রয়োজনীয় অর্থ আদান-প্রদান সংক্রান্ত অনিশ্চয়তার শঙ্কা ছিল সংশ্লিষ্টদের। নতুন নির্দেশনার ফলে এ জটিলতা এবং অনিশ্চয়তা দূর হয়েছে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে এমবিবিএস কোর্সে স্বয়ংক্রিয় অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এবং অপেক্ষমাণ তালিকা থেকে দেশি শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবেন।

বর্তমানে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজে সমূহে ৬৫০টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানানো হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

এর আগে গত ৬ জুন থেকে বেসরকারি মেডিক্যালে ভর্তির আবেদন শুরু হয়। ১০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। প্রথম দফায় ভর্তির জন্য নির্বাচিতদের এসএমএস পাঠানো শুরু হয় ১৩ জুন। গত ২৭ জন ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বেসরকারি মেডিক্যালে ভর্তি শুরু হয় ৩ জুলাই। আগামী ২৩ জুলাই থেকে মেডিক্যালে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিক্যালে এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত ‘মেডিক্যালে বা ডেন্টাল কলেজে এমবিবিএস বা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩’ প্রযোজ্য হবে। 

সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে, দেশের বেসরকারি মেডিক্যালে বিদ্যমান ৬২০৭ টি আসনের বিপরীতে আবেদনকারীদের প্রথম ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেসেজ পাঠিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

দেশের প্রচলিত ভর্তি কাঠামোয় বর্তমানে ৪৫ শতাংশ কোটা সংরক্ষণ করা হয় বিদেশি শিক্ষার্থীদের জন্য। সে হিসেবে বিদ্যমান আসনের বিপরীতে এখানো প্রায় ৫ শতাধিক আসন ফাকা রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0067410469055176