বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় কলেজছাত্র আটক - দৈনিকশিক্ষা

বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় কলেজছাত্র আটক

দৈনিক শিক্ষাডটকম, বোয়ালমারী (ফরিদপুর) |

ফরিদপুরের বোয়ালমারীতে হযরত মোহাম্মদকে (স.) কটূক্তি করায় এক কলেজছাত্রকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার কাদিরদী কলেজের একাদশ শ্রেণির ছাত্র হৃদয় পাল (১৯) হযরত মোহাম্মদকে (স.) নিয়ে ফেসবুকে একটি কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়। বিষয়টা নিয়ে গতকাল সোমবার কলেজে উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনী এসে তাকে আটক করে পরিস্থিতি শান্ত করেন।

জানা যায়, কিছুদিন আগে কৃষ্ণা দাস রাহুল নামে ফেসবুক ফেকআইডি থেকে হযরত মোহাম্মদ (স.), উম্মেহানি (রা.)  হযরত আয়েশা (রা.) ও কাবা শরীফ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। গতকাল সোমবার দুপুরে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর এলাকার হৃদয় পালকে আটক করে। শিক্ষার্থীদের ধারণা কৃষ্ণ দাস রাহুল নামের ফেসবুক আইডিটি হৃদয় পাল পরিচালনা করে। 

এ সন্দেহে হৃদয় পালকে শিক্ষার্থীরা মারধর করলে কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখে। কিন্তু কলেজের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল, এবং ফরিদপুর থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সেনাবাহিনী হৃদয় পালকে আটক করে ফরিদপুর ক্যাম্পে নিয়ে যায়।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা বলেন, প্রায় ৪-৫ মাস আগে কৃষ্ণা দাস রাহুল নামে ওই আইডি থেকে হযরত মোহাম্মদকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। তখন পুলিশ হৃদয় পালকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিলো। তবে হৃদয় পাল নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। তার এক বন্ধু তার ফেসবুক আইডি হ্যাক করে ওই স্ট্যাটাস দিয়েছে বলে হৃদয় পাল দাবি করেছে।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাদিরদী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রাফিউল আলম মিন্টু নিশ্চিত করে বলেন, কৃষ্ণা দাস রাহুল নামের ওই ফেসবুক আইডি হৃদয় পালের ছিলো।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, হৃদয় পাল নামে এক কলেজ ছাত্রকে সেনাবাহিনী আটক করে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টা খুবই স্পর্শকাতর। এটা নিয়ে কলেজে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্র-জনতা হৃদয় পালকে পেলে মেরে ফেলতে পারে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। আইনশৃঙ্খলা ঠিক রাখতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে সেনাবাহিনী হৃদয় পালকে আটক করে নিয়ে গেলে পরিস্থিতি ধীরে-ধীরে শান্ত হয়ে আসে।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: চতুর্থ দিনের ভাইভায় যেসব প্রশ্ন - dainik shiksha অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: চতুর্থ দিনের ভাইভায় যেসব প্রশ্ন বাসচাপায় ববি ছাত্রী নিহত, সড়ক অবরোধ - dainik shiksha বাসচাপায় ববি ছাত্রী নিহত, সড়ক অবরোধ কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু - dainik shiksha কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু ছয় মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন - dainik shiksha ছয় মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন শিক্ষার্থী পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ১৩ - dainik shiksha শিক্ষার্থী পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ১৩ কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0034761428833008