২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গুলশান কমার্স কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মাধ্যমিক পর্যায় সফলভাবে শেষ করে উচ্চ মাধ্যমিকের দরজায় আপনারা কড়া নাড়ছেন। আমরা কলেজ পর্যায়ে আপনাদের গ্রহণ করতে প্রস্তুত। আপনারা জানেন, শিক্ষা অর্জন একটি চলমান প্রক্রিয়া ও সময় সাপেক্ষ বিষয়। সত্য, সুন্দর
ও কল্যাণের পথে পরিচালিত হওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষা। সামাজিক মিথষ্ক্রিয়ায় মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা থেকে জ্ঞান অর্জন করে থাকে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের নেপথ্যে এর উপযোগের বিষয়টি বিবেচিত। বিশ্বায়নের এ যুগে বিশেষজ্ঞের কদর সর্বত্র। বিশ্বায়নের কারণে মুক্তবাজার অর্থনীতির কর্পোরেট কালচারে ব্যবসায় শিক্ষায় ডিগ্রি অর্জন এ প্রজন্মের প্রথম পছন্দ। সমসাময়িক চাহিদা মেটানোর তাগিদে বিশেষায়িত কলেজ হিসেবে গুলশান কমার্স কলেজ দেশের মানব সম্পদ উন্নয়নে খানিকটা হলেও ভূমিকা রেখে চলেছে।
এই কলেজ ২০০৮ খ্রিষ্টাব্দে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ পাসসহ ঢাকা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করে। এ কলেজে যতজন শিক্ষার্থী এসএসসি জিপিএ-৫ নিয়ে ভর্তি হন তার কয়েকগুণ এইচএসসিতে জিপিএ-৫ পান। ২০১৯ খ্রিষ্টাব্দেও জিপিএ বৃদ্ধির এই ধারা অব্যাহত ছিল। ২০১৭ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে মেয়েদের মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেন গুলশান কমার্স কলেজের ছাত্রী।
করোনা মহামারি আমাদের র্শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলেছে। প্রায় স্থবির হয়ে পড়া শিক্ষা ব্যবস্থা পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ক্লাসরুম ভিত্তিক শিক্ষা প্রদান এখন অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে রূপান্তরিত হচ্ছে। তাছাড়াও শিক্ষার প্রায় সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হচ্ছে। পরিবর্তিত পদ্ধতির সঙ্গে মানিয়ে চলাই শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। গুলশান কমার্স কলেজ নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইতোমধ্যে সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে ডিজিটাল ডিভাইসকে কাজে লাগিয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতে সময়োপযোগী শিক্ষা প্রদানে আমরা বদ্ধপরিকর।
প্রতিষ্ঠার পর থেকে অভিভাবক, শিক্ষাবিদ, সমাজকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য গুণগ্রাহীর পরামর্শ ও দিক-নির্দেশনা আমাদের চলার পথকে করছে সুগম ও গতিশীল। পেশাদারিত্বে আপোসহীন, নিবেদিত প্রাণ শিক্ষক-শিক্ষিকারা কলেজটির উৎকর্ষ সাধনে তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করে চলছেন। কলেজটির পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে প্রশাসনিক ও একাডেমিক বিষয় মনিটরিং করছে। উদ্দীপনামূলক প্রেষণার মাধ্যমে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মূল্যায়ন পরীক্ষা, পাঠোন্নতি সম্পর্কে অভিভাবককে অবহিতকরণ, ঝরে পড়া রোধসহ অসংখ্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশের নিশ্চয়তা বিধানে আমরা প্রতিশ্রুতিশীল।
ব্যবসায় শিক্ষার একটি অনুকরণীয় ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গুলশান কমার্স কলেজের অগ্রযাত্রাকে সমুন্নত রাখার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার করছি।
লেখক : অধ্যক্ষ, গুলশান কমার্স কলেজ, ঢাকা