সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করা হয়েছে।
বার কাউন্সিলের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রুহুল কুদ্দুস কাজল ও ফোরাম মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ওসমান চৌধুরীর মুক্তির দাবিতে এ সমাবেশ হয়।
এসময় কায়সার কামাল বলেন, আমরা আইনজীবী সমাজ সর্বদা আইনের প্রতি শ্রদ্বাশীল। আমরা রুহুল কুদ্দুস কাজল এবং ওসমান গনির মুক্তি ছাড়া ঘরে ফিরে যাবো না।
এসময় রুহুল কুদ্দুস কাজল এবং ওসমান গনির মুক্তির দাবিতে বুধবার সুপ্রিম কোর্ট, ঢাকা বারসহ দেশের ৬৪টি বারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আহ্বান করেন তিনি।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের সভাপতিত্বে ও আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আবেদ রাজা, মোহাম্মদ আলী, শামীমা সুলতানাসহ অনেকে।
সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে গ্রেফতার আইনজীবীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।