চাকরিতে বয়সসীমা তুলে দেয়ার দাবি জানিয়েছে যুবঅধিকার পরিষদ। একইসঙ্গে প্রতিবছর ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি, চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করাসহ মোট সাত দফা দাবি জানিয়েছে সংগঠনটি। এসব দাবিকে শুক্রবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছেন সংগঠনটির নেতারা।
‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মত বাচতে চাই’-স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করে যুব অধিকার পরিষদের ঝালকাঠি জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ঝালকাঠি শাখার যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম মহারাজ, যুব অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক সজিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, সহ-সভাপতি কামরুল ইসলাম বিশ্বাস, নলছিটি শাখার সভাপতি মোল্লা মাহবুবুর রহমান।
সংগঠনটির সাত দফা দাবির মধ্যে আছে, প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি, চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা, আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামনত, বয়সসীমা মুক্ত চাকুরি ব্যবস্থা করা, সরকারি-বেসরকারি সব বৈষম্য দূর করা, ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করা।
এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।