শর্ত সাপেক্ষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সংবাদ সম্মেলন আগামীকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে। টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে ‘৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে বিগত সরকারের প্রতি চাকরিপ্রার্থীরা আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় সর্বশেষ ১১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছেন তারা।
প্রসঙ্গত, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চান। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন। সে ধারাবাহিকতায় গত বছরের ৩০ আগস্ট থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দাবি বাস্তবায়নে বিগত সরকারের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছেন তারা। বিষয়টি নিয়ে কোনো সমাধান হওয়ায় আবারো দাবি আদায়ে মাঠে নামবেন তারা।
বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা জানান, ৩৩ বছর আগে ১৯৯১ খ্রিষ্টাব্দে দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৫৭ বছর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে। অথচ চাকরি আবেদনের বয়সসীমা বাড়ানো হয়নি। যৌক্তিক এ দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।