গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারিতে এক শিক্ষার্থীর নাম পাঁচবার ওঠার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সূত্র জানায়, সরকারি ওই স্কুলে নতুন বছরে ভর্তির জন্য লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করে প্রভাতী শাখা ও দিবা শাখায় ১৭৪ জন করে ছাত্রের মেধা তালিকা টানানো হয়েছে।
ওই তালিকায় স্কুলের দিবা শাখার প্রধান শিক্ষক আক্তার হোসেন, প্রভাতী শাখার প্রধান শিক্ষক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল কবিরের সই রয়েছে।
এতে দুটি শাখার ফলাফলে দেখা গেছে, এক শিক্ষার্থীর নামই আছে পাঁচবার আরেক শিক্ষার্থীর নাম আছে দুইবার। শিক্ষার্থী আব্দুল্লাহ সাইমুম এহসান এর নাম উঠেছে পাঁচবার। আর দুইবার আছে আজিজ রায়হান তাসিনের নাম। এমন তালিকা দেখে ফলাফল নিতে আসা অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল কবির জানান, ভর্তির জন্য ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে লটারি হয়েছে। সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে হয়তো একজন শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে।
তিনি বলেন, স্কুলের ভর্তি কমিটির সদস্য সচিব ওই স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে তালিকাটি পেয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে তিনি তাতে সই করেছেন। নামগুলো হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। এতে কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে সে বিষয়ে পরবর্তীতে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।