স্কুল কর্তৃপক্ষের দেওয়া বিস্কুট খেয়ে অসুস্থ হয়েছে ভারতে মহারাষ্ট্রের প্রায় ৮০ শিক্ষার্থী। মহারাষ্ট্রের ছাত্রপতি সাম্ভাজিনগর জেলার একটি স্কুলে শনিবার এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, নিউট্রিশনাল মিলের অংশ হিসেবে এই বিস্কুট দেওয়া হয়। শনিবারও যথারীতি বিস্কুট দেওয়া হয় সাম্ভাজিনগর জেলা কেকেট ঝালগাও গ্রামের স্কুলে। কিন্তু বিস্কুট খাওয়ার পর সকাল সাড়ে ৮টায় বমি বমি ভাব হতে থাকে। অনেকের বমি শুরু হয়।
অবস্থা বেগতিক দেখে দ্রুত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।
ওই হাসপাতালের চিকিৎসক ডা. বাবাসাহেব ঘুঘে বলেন, শনিবার সকালের ঘটনা। সকাল সাড়ে ৮টায় এসব শিক্ষার্থীদের নিয়ে আসা হয়। মোট ২৫৭ জনের মধ্যে ফুড পয়জনিংদের লক্ষণ দেখা গেছে। হাসপাতালে আনা হয়েছে ১৫৩ জনকে। অনেককে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
অসুস্থদের মধ্যে সাতজনের অবস্থা একটু বেশি গুরুতর হওয়ায় তাদের আরেক হাসপাতালে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ওই স্কুলে মোট ২৯৬ জন শিক্ষার্থী রয়েছে। বিস্কুট কাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।