দৈনিক শিক্ষাডটকম, বরগুনা : বরগুনার তালতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নামে আয়োজিত স্থানীয় একটি অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ‘অশ্লীল নৃত্য’ ও লটারি বিক্রির দায়ে এক মাদরাসা শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার ছোটবগী বাজারে গতকাল বুধবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ছোটবগী বাজারের প্রশাসনে অনুমতি না নিয়ে পায়রা নদীর তীরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ‘ছোটবগী ও চন্দনতলা যুব সমাজ’ নামে একটি গ্রুপের সদস্যরা। এতে প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতভর ‘অশ্লীল নৃত্য’ ও লটারির টিকিট বিক্রি করা হয়। এর কিছু ভিডিও প্রকাশ হলেও গতকাল রাতেই স্থানীয়রা প্রতিবাদ জানান। এতে আয়োজন কমিটি কোনো কর্ণপাত না করে ক্ষমতার দাপট দেখিয়ে অনুষ্ঠান চালান তাঁরা।
খবর পেয়ে ইউএনও অমিত দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পেয়ে আয়োজক কমিটির সদস্য ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক বশির জোমাদ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে এই অনুষ্ঠান চালাবে না বলে মুচলেকা দেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের নামে ক্ষমতার দাপট দেখিয়ে অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকেরা। দিনব্যাপি মাইকিং করে লটারির টিকিট বিক্রি করে এবং সন্ধ্যা নামলেই ‘অশ্লীল নৃত্য’ শুরু হয় এখানে। এই অনুষ্ঠান চলে ভোর রাত পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও অমিত দত্ত বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়াই এই অনুষ্ঠান পরিচালনার নামে ‘অশ্লীল নৃত্য’ ও লটারি বিক্রির দায়ে বশির নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’