যথাযথ মর্যাদায় রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়লগ্নে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, ‘বাংলাদেশের হৃদয় হতে’ স্মারক ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসে কর্মসূচি শুরু হয়। পরে কলেজের স্বাধীনতা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার।
সভায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সভায় শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষক ও অতিথিদের আলোচনা এবং শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সৈয়দ নাজমুল হকের সহধর্মিনী সুলতানা নাজমুল হককে সম্মাননা দেয়া হয়। স্মৃতিচারণায় অংশ নেন এ শহীদ জায়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নূপুর দত্ত। আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের অধ্যাপক সেলিনা আক্তার,শিক্ষক পরিষদের সম্পাদক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুন রেজা, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া শারমিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সমীরণ সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আসমা আহসান।