রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো সরকারি কলেজের অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ফওজিয়াকে পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের একজন নেত্রী। রোববার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এ নিয়োগের আগে শিক্ষা ক্যাডারের কয়েকজন অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের সাক্ষাতকার নেয় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। প্রতিষ্ঠান কর্তৃক বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন।
তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ সেলারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন। সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রণ হবে বলে আদেশে বলা হয়েছে।
এই প্রথমবারের মতো ভিকারুননিসায় অধ্যক্ষ পদে বিসিএস শিক্ষা ক্যাডারের কোনও কর্মকর্তাকে নিয়োগ দেয়া হলো। তবে, এমন নজির সারাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে।
এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় শিক্ষা ক্যাডার কর্মকর্তা ফওজিয়াকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের নেতারা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রতিষ্ঠান চললেও গত এপ্রিলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। তবে, গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ ২৯ এপ্রিল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
জানা গেছে, ৪০ লাখ টাকার বিনিময়ে সম্প্রতি বরখাস্ত হওয়া দুদকের উপপরিচালক খন্দকার এনামুল বাছিরের স্ত্রী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে নিয়োগ দিতে চেয়েছিল সদ্য বিদায়ী নির্বাচিত গভর্নিং বডি। কিন্তু লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে মাত্র সাড়ে ৩ পান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফা। তবে মৌখিক পরীক্ষায় ও একাডেমিক পারফরমেন্সের মাধ্যমে তাকে পরীক্ষায় প্রথম করা হয় বলে অভিযোগ উঠে।
অভিযোগ ওঠার পর শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত জুনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের কাছ তদন্ত প্রতিবেদন জমা দেন। সে প্রতিবেদনের আলোকেই গত ৭ জুলাই অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া বাতিল করে বিশ্বাসযোগ্য ও বিতর্কমুক্তভাবে ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরু করতে বলে শিক্ষা মন্ত্রণালয়।