দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দুদকের তদন্তে ভর্তি বাণিজ্যে অভিযুক্ত প্রমাণিত হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।
রোববার (১৯ নভেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী সাংবাদিকদের জানান, অবৈধ ভর্তি বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে ২০২০ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি-১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবর একটি আদেশ ইস্যু করেন। ওই আদেশে হাসিনা বেগমের এমপিও স্থগিত করার নির্দেশনা দেন।
ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসিনা বেগম। রিটের প্রাথমিক শুনানি শেষে বিগত একই বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে ২৭ জানুয়ারির আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চান হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার রায় দেন হাইকোর্ট।
রায়ে ২০২০ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারির আদেশটি অবৈধ ঘোষণা করে (রুল মঞ্জুর) রিটকারীর পক্ষে হাইকোর্ট চূড়ান্ত রায় দেন বলে জানান এ আইনজীবী।
জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ভর্তি বাণিজ্যের অভিযোগ দীর্ঘ দিনের। ২০১৯ খ্রিষ্টোব্দের ১৬ জানুয়ারি ভিকারুননিসায় বাড়তি শিক্ষার্থী ভর্তির খবর পেয়ে প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তা। ২০১৯ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ হাসিনা বেগমের বিরুদ্ধে অবৈধভাবে আসন সংখ্যার অতিরিক্ত ৪৪৩ জন ছাত্রী ভর্তি করার অভিযোগ প্রমাণিত হয়। এর ফলে হাসিনা বেগমের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়। তবু ভর্তি বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়নি।