দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোব ও সোমবার (১৯-২০ নভেম্বর) সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। রুটিন অনুযায়ী—হরতালের দুদিন যেসব পরীক্ষা ছিল, তা এগিয়ে এনেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
অর্থাৎ, স্কুলটির প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রোব ও সোমবারের (১৯-২০ নভেম্বর) পরীক্ষা শুক্র ও শনিবার (১৭ ও ১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১৯ ও ২০ নভেম্বরের বাংলা ও ইংরেজি ভার্সনের প্রথম শ্রেণির মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়নের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুয়ায়ী—প্রথম ও নবম শ্রেণির ১৯ নভেম্বর সোমবারের সব পরীক্ষা ১৭ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণির পরীক্ষা শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং নবম শ্রেণির পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে।
অন্যদিকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির ১৯ নভেম্বর রোববারের সব পরীক্ষা ১৮ নভেম্বর শনিবার নেওয়া হবে। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত, অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং নবম শ্রেণির পরীক্ষা দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা মিটিং করে এ সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের ভালোর জন্যই এটা করা হয়েছে।
এদিকে, ঢাকাসহ দেশের সরকারি স্কুলগুলোতে হরতালেও পরীক্ষা নেওয়া হবে বলে খোঁজ নিয়ে জানা গেছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর বড় আরও কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও এখনো রুটিন পরিবর্তন করেনি। তারা আগের রুটিন মেনে রোব-সোমবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।