ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ - দৈনিকশিক্ষা

সাফ চ্যাম্পিয়নশিপভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার মেয়েরা। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (২৭ অক্টোবর) উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। দুদলের লড়াইয়ের শেষটা হয় বাংলাদেশের ৭-১ গোলের জয়ে। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। জোড়া গোলের দেখা পেয়ছেন সাবিনা খাতুন। আর একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন।

গত ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ছন্দ ভুটানের বিপক্ষেও ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার মিশনে প্রথমার্ধে ভুটানের জালে পাঁচবার বল পাঠিয়েছে লাল-সবুজ দলের মেয়রা। দ্বিতীয়ার্ধে আদায় করে নেয় আরও দুটি গোল। মোট সাত গোলের জয়ের স্বস্তি নিয়ে এবার ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মাঠে নামবেন সাবিনা খাতুনরা।

এর আগেও গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা। এবারও একই প্রতিপক্ষের গোল উৎসব করলেন তহুরারা।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে সপ্তম মিনিটেই জালের দেখা পেয় যায় বাংলাদেশ। তহুরার পাস ধরে বাম পায়ের দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। পরের গোলটি আসে ২৬তম মিনিটে। সতীর্থ মনিকার আড়াআড়ি ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন সাবিনা খাতুন।

৩৫তম মিনিটে আবারও বাংলাদেশের গোল। এবার স্কোরকার্ডে দ্বিতীয়বার নাম লেখান তহুরা। প্রতিপক্ষের ডি বক্সের একটু ওপর থেকে শট নিয়ে স্কোরলাইন ৪-০ করেন তিনি। এর দুই মিনিট বাদে আরেকবার জালে বল পাঠিয়ে গোলের সংখ্যাটা পাঁচে নিয়ে যান সাবিনা।

এরপর বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ করে ব্যবধান কমায় ভুটান। ডেকি লাহজমের গোলে কিছুটা লড়াইয়ে ফেরার আশা করলেও সেটা আর সম্ভব হয়নি। কারণ, বিরতির পর আরও দুটি গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মনিকা চাকমার চিপ শটে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তহুরা। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে ভুটানকে কোণঠাসা করে তোলেন তিনি। এরপর শেষ পেরেকটি মারেন মাসুরা পারভীন। ম্যাচের ৭২তম মিনিটে কর্নার কিক থেকে আসার বলে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ৭-১ করেন পারভীন। বাকি সময় এই ব্যবধান ধরে রেখেই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0066568851470947