আজ শুক্রবার সকালে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ বলে জানিয়েছেন আবওহাওয়াবিদরা।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শুক্রবার বেলা ১০ টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এছাড়াও আগামী কয়েক দিনে সিলেট জেলায় ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এর মাঝে শুক্রবার সকালের ভূমিকম্প সিলেটবাসীর মাঝে ভীতি জাগিয়েছে।
দেশের ভূমিকম্পে ঝুঁকি প্রবণ এলাকার মধ্যে রয়েছে সিলেট অঞ্চল। গেল কয়েক বছরের ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ছোট ছোট এই ভূমিকম্পগুলো বিপর্যয় ডেকে না আনলেও বড় বিপর্যয়ের সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।