এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এ ফলে ২৭৪ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। আর ফেল থেকে পাস করেছেন ৪১৭ জন শিক্ষার্থী। মোট ৬২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে, কতজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন সে তথ্য জানেন না কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ১৩ হাজার ৩১২টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন ৮ হাজার ২২৩ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট এ কে এম শামসুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে জানান, ২৭৪ জন পরীক্ষার্থী নতুন জিপিএ-৫ পেয়েছেন। আর ফেল থেকে পাস করেছেন ৪১৭ জন পরীক্ষার্থী। মোট ৬২৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
ফেল থেকে কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন জানতে চাইলে তিনি জানান, সে পরিসংখ্যান করা হয়নি।
জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। সারাদেশের তারা মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।
গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছিলেন ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
গত ২৮ নভেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮৯ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৫৫ জন।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালের খাতা পুনঃনিরীক্ষণের ফল তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।