দুই মাসের গোষ্ঠীগত সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রাজ্য সরকার স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিলেও মণিপুরের বেশির ভাগ স্কুলকেই তা মানতে দেখা যায়নি।
ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটির সরকার বুধবার থেকে স্কুল খোলার নির্দেশ দিলেও এদিন সকালে অধিকাংশ স্কুলেই শিক্ষক, শিক্ষার্থী কিংবা কোনো কর্মচারীকে দেখা যায়নি। চারটি বেসরকারি স্কুল খুলেছে, কিন্তু সরকারি সব স্কুলই বন্ধ ছিল, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। ভয়াল এই পরিস্থিতিতে বাচ্চাদের এখনি স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরাও। ‘নিরাপত্তাহীনতা বিরাজ করছে, এই জন্য আমাদের শিশুদের স্কুলে পাঠাতে রাজি হইনি,’ বলেছেন ইম্ফলের ব্যবসায়ী ইবোতম্বি সিং।