রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা ড. মুন্সী শরীফ উজ্জামানকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মচারীরর নাম আসলাম শেখ। তিনি প্রতিষ্ঠানটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে কর্মরত আছেন।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সামনেই এ কাণ্ড ঘটিয়েছেন কর্মচারী আসলাম। এ ঘটনায় তার শাস্তি দাবি করেছেন অন্যান্য কর্মচারীরা।
এক শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী আসলাম শেখ স্কুল শাখার শিক্ষক মিলনায়তনে উপস্থিত হয়ে শিক্ষকদের সামনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। তবে, কি নিয়ে এ ঘটনার অবতারণা তা সুস্পষ্টভাবে দৈনিক শিক্ষাডটকমকে জানাতে পারেননি তিনি।
এ ঘটনার পর আসলাম শেখের শাস্তি দাবি করে সভাপতি আবদুল মতিন ভূইয়াকে দরখাস্ত দিয়েছেন অফিস শাখার কর্মচারীরা। ১৮ জন কর্মচারীর স্বাক্ষরিত আবেদনটি দৈনিক শিক্ষাডটকমের হাতে এসেছে। এতে তারা কর্মচারী আসলাম শেখের উদ্ধত্যপূর্ণ আচরণের বিচার ও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন। এতে স্বাক্ষর করেছেন, মু আ লতিফ, মো. নিজাম উদ্দীন, মো. ফারুক উদ্দিন, চৈতন্য সরকার, মো. তরিকুল ইসলাম, অঞ্জু রাণী মিস্ত্রী, মো. এরশাদ, মাহমুদা আক্তার, সাকিলা খাতুনসহ মোট ১৮ জন কর্মচারী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।