দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : মত বিনিময় সভায় নতুন করে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর নির্দেশনা দিয়েছেন নব নিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সব কর্মকর্তা ও আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নোটিশে বলা হয়, সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও বর্তমান শিক্ষামন্ত্রীকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।