ধনবাড়ি-মধুপুর -ঢাকা সড়কের বিনিময় বাস সার্ভিস নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী দুর্ভোগ ও দুর্ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিনিময় বাস সার্ভিস ধনবাড়ি থেকে মধুপুর-টাঙ্গাইল হয়ে ঢাকা রোডে যাতায়াত করে থাকে। টাঙ্গাইলের ধনবাড়ি থেকে মধুপুর ও ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর আসে এ সার্ভিসের বাসগুলো দিকে। টাইম টেবিল মেইনটেইন না করারও অভিযোগ উঠেছে। ভাড়া যাত্রী সেবা বাসের রং চং লক্কর ঝক্করসহ সার্ভিসটি নিয়ে এ সড়কে যাতায়াতকারী বিভিন্ন অভিযোগ উঠছে। আন্দোলনকারীদের দাবির মুখে গত কয়েক দিন ধরে সার্ভিসটি বন্ধ রয়েছে। তবে স্থানীয়দের দাবি বিকল্প বাস সার্ভিস দ্রুত চালুর।
গেল মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরে বিনিময় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক, হেলাপারসহ চার জনের মৃত্যুর ঘটনায় বিনিময় সার্ভিসের বাস বয়কট ও নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। সার্ভিস বন্ধের জন্য তাদের অনড় অবস্থান নেয় আন্দোলনকারীরা।
বিগত দিনের দাবি দাওয়া থেমে থাকলেও সম্প্রতি মধুপুরে জামালপুর জেলার দুই কাঁচামাল ব্যবসায়ীসহ চালক ও হেলপারের মৃত্যুর ঘটনা যেন ছাত্র জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা পিছু পা হচ্ছে না। ওই দিনই তারা সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করে বিনিময় বাস সার্ভিস বয়কটের ঘোষনা অনড় অবস্থান নেয়।
মঙ্গলবার দুপুরে মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্ত্বরে অবস্থান নেয়। সমাবেশ চলাকালে বিনিময় বাস বয়কট, নিরাপদ সড়ক দাবি করে নানা স্লোগান দেয়। মিজানুর রহমান, তারিকুল ইসলাম,আব্দুল্লাহ, আাঁখি, সুলতানা প্রমুখ শিক্ষার্থী বক্তৃতা করেন। তারা বলেন, ঢাকা-টাঙ্গাইল-জামালপুর এই রোডে বিনিময় বাসের ঘন ঘন দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। দুর্ঘটনা রোধে বিনিময় বাস বয়কটের দাবি জানান।
মধুপুরে বিনিময় সার্ভিসের বাস চলাচল বন্ধ ও নিরাপদ সড়ক দাবিতে ঐ দিনই বিকেল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, সড়ক অবরোধে কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেলে ‘মার্চ টু আনারস চত্ত¦র’ কর্মসূুচি শিরোনামে তারা বিনময় সার্ভিসের বাস চলাচল বন্ধসহ নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ রোড়ের মিলন সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা। সমাবেশ চলাকালে বিনিময় বাস বন্ধের ও নিরাপদ সড়ক দাবিতে স্লোগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এস.এম সবুজ, মাজহারুল ইসলাম, অনিক, স্বাধীন, ফয়সাল, রায়হান প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, ঢাকা- টাঙ্গাইল-জামালপুরের এই রোডে বিনিময় বাসের ঘন ঘন দুর্ঘটনায় মৃত্যুর মিছিল রোধে বিকল্প বাস সার্ভিস চালুর দাবি তোলেন। এ সময় দুর্ঘটনা রোধে বিনিময় বাস বন্ধের দাবি জানান।
উল্লেখ্য. মঙ্গলবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউড়ী সামসুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিনিময় বাস ও পিকআপের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় পিকআপের চালক, হেলাপার, পিকআপের দুই যাত্রী মারা গেছেন।
তবে আন্দোলনের মুখে গত কয়েক দিন ধরে এ সড়কে বিনিমিয় সার্ভিসের বাস চলাচল করতে তেমন দেখা যাচ্ছে না। যাত্রী সেবার জন্য বিকলাপ সার্ভিসের বাস চালুর দাবি স্থানীয়দের।