ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি বিক্রির জন্য টেন্ডার আহ্বান করা হয়। এ টেন্ডার নিয়ে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর মাঝে জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল টেন্ডার কিনতে আসেন। কিন্তু তাতে বাধা দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসিম মণ্ডল নিকু।
এ নিয়ে দুইপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনার ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।