দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকাগামী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় বাবা, মা, ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুর ফুলবাড়ি সড়কের উচিৎপুর শিবকুড়ি নামের স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, জেলার ফুলবাড়ি উপজেলা থেকে দিনাজপুরে হাসপাতালে রোগী দেখার উদ্দেশে একটি থ্রি-হুইলারে করে রওনা দেন। থ্রি-হুইলারটি উপজেলার উচিতপুর নামক স্থানে পৌঁছেলে দিনাজপুর থেকে ঢাকাগামী কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় বাবা-মাসহ থ্রি হুইলার চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বাবা-মা মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার শংকর রায়ের ছেলে উত্তম রায় (৩৫), মৃত উত্তম রায়ের শিশুপুত্র অর্ণব রায় (৯), ভাতিজা অপূর্ব রায় (১২) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। এছাড়াও জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার প্রফুল্য রায়ের স্ত্রী জ্যোতিকা রায় ও থ্রি-হুইলার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল ঘণ্টা খানেক বন্ধ থাকায় উভয়পাশে ১ কিলোমিাটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে দূর পাল্লার যাত্রীদের অসহনীয় দূর্ভোগ পোহাতে হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থলেই পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক কোচটি পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান দৈনিক শিক্ষাডটকমকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারে ২৫ হাজার টাকা করে ও আহতদেরকে ১০ হাজার টাকা করে দেয়া হয়।