এমপিওভুক্তিতে দুর্নীতি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মসহ নানা অভিযোগ থাকা বরিশালের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের উপপরিচালকের দায়িত্বে থাকা জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ডিডির নতুন দায়িত্ব দেয়া হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাহবুবা হোসেনকে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এর আগে সাবেক উপ-পরিচালক আনোয়ার হোসেনের নানা অনিয়মের কারণে বরিশাল বিভাগের ৬০০ বিদ্যালয়ের ১ হাজার ৫০০ শিক্ষক বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছিলো।
গত ৩০ মার্চ সেই সংক্রান্ত খবর শিক্ষাবিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম এবং শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত হয়। খবরটি মাউশি অধিদপ্তরের নজরে আসলে ডিডি আনোয়ারের ব্যাখ্যা তলব করা হয়। তবে ডিডির সেই ব্যাখ্যায় অসন্তুষ্ট হয় অধিদপ্তর।
এর আগে এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে এমপিও বঞ্চিত বেসরকারি শিক্ষক-কর্মচারী বিভাগীয় প্রতিরোধ কমিটি।
ভুক্তভোগীরা বলেন, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন শিক্ষকদের এমপিওর ফাইল দিনের পর দিন আটকে রাখেন, এমনকি তুচ্ছ কারণে ফাইলগুলো বাতিল করে দেয়া হয়। এর ফলে হাইস্কুলের এই শিক্ষকরা চাকরি করলেও এমপিও থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
অভিযোগের বিষয়ে গত কয়েকদিন ধরে আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।