দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ নির্দেশনা পরিবর্তিত হতে পারে।
শনিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আগামী (২৮ এপ্রিল) রোববার থেকে যথারীতি খুলবে।
তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শও দেয়া হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।