দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মাদরাসা শিক্ষা বোর্ড আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক ডিজিটাল রচনা প্রতিযোগিতায় দাখিল বিভাগে প্রথম হয়েছেন যশোরের জিরাট আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী নাজ ফারহানা।
আর আলিম বিভাগে প্রথম হয়েছেন চট্টগ্রামের হালি শহরের ই-তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার ১ম বর্ষের শিক্ষার্থী নাহিদা আক্তার।
মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই প্রতিযোগিতায় দাখিল বিভাগে ২য় হয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উজেলার তালাজাঙ্গা ইউনিয়ন আলিম মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং ৩য় হয়েছেন নেত্রকোণা সদরের দুগিয়া আব্বাসিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ বিন আনোয়ার।
অপরদিকে আলিম বিভাগে ২য় হয়েছেন ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়ার টনকি সাদেকুল উলুম ফাজিল মাদরাসার ২য় বর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তার এবং ৩য় হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ১ম বর্ষের শিক্ষার্থী সুরাইয়া খানম।
এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং এই অনুষ্ঠানের তারিখ, স্থান পরে জানানো হবে বলে বলা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।