বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ইনক্রিমেন্ট জটিলতা কেটেছে। সম্প্রতি বিএড স্কেল পাওয়া শিক্ষকরা চলতি জুলাই মাসের এমপিওতে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন। এমপিওভুক্তির ছয় মাস পূর্ণ না হলেও তাদের ইনক্রিমেন্ট দেয়া হবে। যুক্ত করা হচ্ছে আগের প্রাপ্য ইনক্রিমেন্টও। গতকাল সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন দৈনিক আমাদের বার্তাকে বলেন, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আগের প্রাপ্য ইনক্রিমেন্ট যুক্ত করা হয়েছে। ছয় মাস পূর্ণ না হলেও শিক্ষকরা ইনক্রিমেন্ট পাবেন। বিএড স্কেল পাওয়া শিক্ষকরাও চলতি জুলাই মাসের এমপিওর সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন।
অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, এমপিও নীতিমালার কিছু বিধানের কারণে আগে মাদরাসার শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির ছয় মাস পূর্ণ না হলে ইনক্রিমেন্ট পেতেন না। গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ জটিলতা সমাধান করে আদেশ জারি করেছে। তাই এমপিওভুক্তির ছয় মাস পূর্ণ না হলেও মাদরাসা শিক্ষক-কর্মচারীরা ইনক্রিমেন্ট পাবেন।
তিনি আরো বলেন, আগে স্কেল পরিবর্তন হওয়ার এক বছরের বেশি সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হতো না। তাই বিএড স্কেল পাওয়া শিক্ষকদের ইনক্রিমেন্ট পেতে ২৩ মাস পর্যন্ত অপেক্ষা করতো হতো। আগের বিধানে পরিবর্তন আসায় সে জটিলতাও কেটেছে। এখন থেকে বিএড স্কেল পেলেও শিক্ষকরা ইনক্রিমেন্ট পাবেন।
তিনি জানান, আগে ছয় মাস পূর্ণ না হওয়াসহ বিভিন্ন কারণে যেসব শিক্ষক-কর্মচারী ইনক্রিমেন্ট প্রাপ্য হলেও পাননি তাদের ইনক্রিমেন্ট বহাল করা হয়েছে। যদিও কোনো কোনো প্রচার মাধ্যম বিভ্রান্তিকর তথ্য দিয়ে বলছে, ইনক্রিমেন্ট পেতে আবেদন করতে হবে। এ তথ্য ঠিক নয়। ইনক্রিমেন্ট পেতে আবেদন করতে হবে না শিক্ষকদের।
জানা গেছে, জুলাই মাসের এমপিওর সঙ্গে শিক্ষক-কর্মচারীরা ইনক্রিমেন্ট পাবেন। এদিকে জুন মাসের এমপিওর চেক কবে ছাড় হবে জানতে চাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, জুন মাসের এমপিও নতুন অর্থবছরের বাজেট থেকে ছাড় করা হবে।
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিওর চেক ছাড় হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।