দেশের সরকারি-বেসরকারি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা ও সেমিনারের আয়োজন করছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামীকাল সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ায় এ মেলা অনুষ্ঠিত হবে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও মাদরাসায় আধুনিক বিজ্ঞান চর্চা ও উদ্ভবনী চিন্তার প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী চলা এ মেলা শিক্ষার্থীদের নিয়ে পরিদর্শন করতে সব সরকারি-বেসরকারি মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, এ মেলা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
জানা গেছে, সকাল নয়টা থেকে মেলার রেজিস্ট্রেশন শুরু হবে। সাড়ে নয়টায় মেলা উদ্বোধন ঘোষণা করা হবে। দুপুর ২টায় শুরু হবে সেমিনার। বিকেল সাড়ে তিনটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেমিনারে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর বলছে, এ মেলায় সারাদেশের নির্বাচিত মাদরাসাগুলো বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করবে। এ মেলায় অংশগ্রহণকারী সব মাদরাসা পাবে প্রশংসাপত্র। আর প্রথম থেকে দশম স্থান অর্জন করা মাদরাসাকে পুরস্কৃত করা হবে। মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ৪ভি মুভি ও মিউজিয়াম বাসের সাহায্যে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে। মোট চারটি বাসে ৪ভি মুভি প্রদর্শন ও মিউজিয়ামের আয়োজন করা হয়েছে। প্রতিটি বাসে ৩০টি শো প্রদর্শিত হবে।
সব মাদরাসার প্রধানকে পাঠানো সহকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আগ্রহী করতে গড়ে তোলার লক্ষ্যে সব সরকারি-বেসরকারি মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের তার মাদরাসার শিক্ষার্থীদের বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।