মাদরাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার বিকেলে রাজধানীর সরকারি মাদরাসার-ই-আলিয়ায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা ও সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা তেলোয়াত শিখি, হেফজ পড়ি কিন্তু স্পোকেন অ্যারাবিক আমরা শিখতে পারছি না। মাদরাসা শিক্ষকদের বলবো আপনারা স্পোকেন অ্যারাবিক ও ইংরেজিতে গুরুত্ব দিন। আরবি ভাষায় কথপোকথন যদি আমরা রপ্ত করতে পারি তাহলে সারা বিশ্বের কর্ম ক্ষেত্রে আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। বিজ্ঞান মেলার পাশাপশি আরবি ভাষা এবং স্পোকেন অ্যারাবিকের ওপর প্রতিযোগিতা আপনারা করুন, এজন্য আমরা তাদের জন্য বিশেষ বৃত্তি ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ভাতা আমরা দিতে পারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেমিনারে সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।