সাধারণ মানুষ বাজার থেকে স্বস্তির খবর পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে তা রাতারাতি সম্ভব হবে না।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হবে, চাঁদাবাজি বন্ধে জোর দেয়া হবে।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থ আত্মসাতকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। এগুলো মোটেও ধামাচাপা পড়েনি। ছাগলকাণ্ডসহ কোনো কিছুই হারিয়ে যাবে না।
অর্থনীতির ব্যাপারে নতুন করে কোনো নীতিমালা নেয়ার কিছু নেই জানিয়ে সালেহউদ্দিন বলেন, বিদ্যমান নীতি ঠিক আছে, সমস্যা ছিল বাস্তবায়নে। দ্রুতই সেই সমস্যা দূর করা হবে।
সংশ্লিষ্ট সবাইকে নির্ভয়ে কাজ করতে বলা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, কোন ভয়ভীতি নেই। যেখানে সমস্যা হবে, জানাবেন।
রিজার্ভের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সব হিসাব করে আমদানি বাড়াতে কতটা ব্যয় করা যায় তা দেখা হবে। উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করব রিজার্ভ বাড়তে।
চলমান ব্যাংকিং নিয়ে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থায় সব ঠিক করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসা হবে। ব্যাংক মার্জার বা মালিকানা বদল অনেক কিছুই হতে পারে। তবে সব বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে।