চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভাঙচুরের ঘটনার দুই মামলায় আসামি থাকা ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে তাঁদের অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। পাশাপাশি শাটল ট্রেনের সংখ্যা বাড়ানোসহ সাত দফা দাবি দিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রক্টরের কাছে সংগঠনের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সই করা এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।
দাবিগুলো হলো শাটল দুর্ঘটনায় আহত সব শিক্ষার্থীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত ও সম্পূর্ণ ব্যয় বহন করা, অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের ভিত্তিহীন মামলা থেকে অব্যাহতি দেওয়া এবং সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করা।
এ বিষয়ে প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘আমরা স্মারকলিপি পেয়েছি। তাঁদের দাবিগুলো পূরণের চেষ্টা করছি। আর মামলার বিষয়টি তদন্তাধীন। কেউ নিরপরাধ থাকলে তাঁর নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। অধিকতর তদন্ত করে নাম বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে শাস্তির আওতায় আনা হবে না।’