ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে আসা তানজিম জয় (২৬) নামের এক শিক্ষার্থী। নিহত জয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এ মার্চেন্ডাইজিং নিয়ে মাস্টার্স পড়তেন ।
রোববার (২৩ জুন) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তানজিম জয় মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন। সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদ এবং সৈয়দ উম্মে কুলসুম কলির একমাত্র সন্তান তিনি। তার গ্রামের বাড়ি বাহারমর্দানে।
তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। দুর্ঘটনার পরে নিহত যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে। নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, রোববার ভোররাতে তানজিম এনা বাসে করে মৌলভীবাজার থেকে ঢাকায় যান। সেখানে কুড়িল বাসস্ট্যান্ডে নামেন। বাসস্ট্যান্ড থেকে যাওয়ার পথে কুড়িল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনার শিকার হন।
তানজিম ছিলেন মৌলভীবাজারে পরিচিত মুখ এবং ছাত্রলীগকর্মী। তার এমন অকাল মৃত্যুতে মৌলভীবাজারে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা।
আজ সোমবার (২৪ জুন) সকাল ১০টায় মৌলভীবাজারের শাহী দরগায় তানজিম জয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।