কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অসম্মানজনক দাবি করে, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ২ টার দিকে ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে একটি মিছিল প্রধান ফটক দিয়ে বের হয়ে টিএসসি অভিমুখী হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা- ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', লাখো শহীদের রক্ত, দেশটা কারো বাপের না’সহ নানা স্লোগান দিতে থাকে।
কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, আজ আমাদের পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছিলো না। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের মনকে আঘাত করেছে। এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমাদের মিছিলটি টিএসসি রাজু ভাস্কর্যে যাবে।