পটুয়াখালীর মির্জাগঞ্জের বিভিন্ন ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উত্তর সুবিদখালী সরকারি প্রাথমকি বিদ্যালয়, মির্জাগঞ্জ দরগাহ শরীফ সরকারি প্রাথমকি বিদ্যালয়, চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং শুরু হয়েছে।
উত্তর সুবিদখালী সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক এবং অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও উদ্বোধক ছিলেন আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট এটিএম মোস্তাফিজুর রহমান।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিসমত ছৈলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন, অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলে উদ্দিন মিন্টু, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ সরকারি
প্রাথমিক শিক্ষক সমিতির পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ,জা তীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আমাড়াগাছিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক মোসা. ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। প্রতিটি ইউনিয়নে ৫৪টি ইভেন্টে ৫ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।