বরিশালের মুলাদী উপজেলায় আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
ওইদিন সন্ধ্যায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। মুলাদী থানার অফিসার ইনচার্জ তুষার কান্তি মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষক জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে বিদ্যালয়ে বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের আলোচনা হয়।
জাকির বলেন, এক পর্যায়ে ফয়জুর রহমান তার ওপর হামলা করে। কিল-ঘুষি দেয়াসহ জুতাপেটা করে প্রাণনাশের হুমকি দেয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান বলেন, বিদ্যালয় মাঠে সকলের সামনে একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা খুবই দুঃখজনক। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ফয়জুর রহমান টুটুল বলেন, শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে জাকির হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। তাকে মারধর করা হয়নি। কোনো ধরনের হুমকিও দেইনি।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তুষার কান্তি মন্ডল বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।